স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
তৈরি পোশাকের রপ্তানি কমায় চলতি বছরের অক্টোবরে রপ্তানি ১৩ দশমিক ৬৪ শতাংশ কমেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে রপ্তানি আয় এসেছে ৩ দশমিক ৭৬ বিলিয়ন ডলার, যা এক বছর আগে ছিল ৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম চার মাসে মোট রপ্তানি আয় দাঁড়ালো ১৭ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৫২ শতাংশ বেড়েছে
পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জুলাইয়ে রপ্তানি প্রবৃদ্ধি ছিল ১৫ শতাংশ। কিন্তু, পরের মাসগুলোতে প্রবৃদ্ধির হার কমে অর্থবছরের প্রথম প্রান্তিকে ৯ দশমিক ৫ শতাংশ হয়েছে।
চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে মাছ, কৃষিপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্যের পাশাপাশি হোম টেক্সটাইল থেকে রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে।
স্টকমার্কেটবিডি.কম////