স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
অনলাইন ব্যবসায় প্রতারণা বন্ধ ও গ্রাহক সচেতনতায় নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এখন থেকে অনলাইন ব্যবসার ক্ষেত্রে ৯ নির্দেশনা মানতে হবে বলেও জানিয়েছেন আদালত।
সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
রায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির মালিকাধীন শোরুম ‘সানভিস বাই তনি’র ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
আইন অনুসারে যথাযথ পর্যবেক্ষণের জন্য প্রতি মাসে অন্তত একবার তার ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশিত রায় থেকে অনলাইন ব্যবসার জন্য ৯টি নির্দেশনা পাওয়া গেছে।
স্টকমার্কেটবিডি.কম////