অফশোর বিডিংয়ে অংশ নেওয়া কোম্পানিকে ট্যাক্স থেকে দায়মুক্তি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য অফশোর বিডিংয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে সব ধরনের ট্যাক্স থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও অনেক সুবিধা দেওয়া হচ্ছে। এতে বিডিংয়ে বিদেশি কোম্পানি আগ্রহী হবে।

সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর পেট্রোবাংলা অডিটোরিয়ামে অফশোর বিল্ডিং রাউন্ড সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে প্রধান অতথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, এবারের বিডিংয়ে কতগুলো আকর্ষণীয় দিক রয়েছে। এবার ব্রেন্ট ক্রুডের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে।

ক্রুডের দাম বেড়ে গেলে তারা কিছুটা সুবিধা পাবে আর দাম কমে গেলে আমরা সুবিধা পাবো। ফ্যাক্টর আর রাখা হয়েছে।

এতে তারা উৎপাদন বাড়াতে আগ্রহী হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, গাফিলতির জন্য কোনো রকম দুর্ঘটনার দায়ভার তাদের বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমরা চাইছি, বিশ্বের খ্যাতনামা কোম্পানিগুলো এতে অংশ নিক। তাহলে প্রতিযোগিতামূলকভাবে কাজটি দিতে পারবো। রমজানের পর প্রমোশনাল সেমিনার করা হবে। সেখানে বিদেশিরা অংশগ্রহণ করবে।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *