শেয়ারবাজারে তালিকাভূক্ত ঔষুধ-রসায়ন খাতের কোম্পানি অ্যাডভেন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড ১১টি নতুন ঔষুধ তৈরি ও বাজারজাতারণে অনুমোদন পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।
কোম্পানিটি ড্রাগ ও ঔষুধ নিয়ন্ত্রক অধিদপ্তর থেকে নতুন এসব ঔষুধের অনুমোদন পেয়েছে।
সূত্র জানায়, নতুন পণ্যেগুলোর মধ্যে রয়েছে ৬টি ইনজেকটেবল থ্রেপেটিক ক্লাস, ৪টি লিকুইড আইটেম এবং একটি বলস আইটেম।
প্রসঙ্গত, অ্যাডভেন্ট ফার্মার দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’১৯) শেয়ার প্রতি আয় হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৫৭ পয়সা।
সম্প্রতি শেয়ারবাজারের তালিকাভূক্ত হওয়া এই কোম্পানিটি গোবাদি পশুর ঔষুধ তৈরি করে থাকে।
স্টকমার্কেটবিডি.কম/