মহামারী করোনাভাইরাসের বিপর্যস্ত মধ্য প্রাচ্য ও মধ্য এশিয়ার এক ডজন দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কাছে আর্থিক সাহায্য চেয়েছে। খবর সিএনএনের।
আইএমএফের মধ্য প্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগের পরিচালক জিহাদ আজুর এ তথ্য প্রকাশ করেছেন। তিনি তার ব্লগ পোস্টে লিখেছেন, ইরাক, সুদান ও ইয়েমেনের মতো দেশ সহিংসতাসহ নানা কারণেই এমনিতেই ভঙ্গুর অবস্থায় রয়েছে।
করোনা মোকাবেলা করা তাদের জন্য দুঃসাহসী একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের স্বাস্থ্য ব্যবস্থাও দুর্বল। বিশ্ব বাণিজ্যও স্থবির হয়ে পড়েছে যার কারণে মেডিকেল ও অন্যান্য পণ্য সরবরাহেও ঘাটতি তৈরি হয়েছে।
কোন কোন দেশ আইএমএফের কাছে সাহায্য চেয়ে তা তিনি উল্লেখ করেননি। তবে কিরগিজস্তানের জরুরি আর্থিক সাহায্যের অনুরোধের বিষয়ে চলতি সপ্তাহের শেষে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তিনি।
স্টকমার্কেটবিডি.কম/