শেয়ারবাজারে আসতে ইস্যু ম্যানেজার হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি করেছে আমান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আমান সিমেন্ট লিমিটেড।
সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে সই করেন আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল রহমান।
চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক সানাউল হক,আমান সিমেন্টের পরিচালক শফিকুল ইসলাম, তৌফিকুল ইসলাম,তরিকুল ইসলাম, রবিউল হক, গ্রুপ অর্থ পরিচালক মোক্তার হোসেন তালুকদার, আইসিবি ক্যাপিটালের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো: ফজলুল হক এবং আবু ডালিম মোহাম্মদ ফজলুল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, আমান সিমেন্ট কোম্পানিটি ফেসভ্যালুতে শেয়ারবাজারে আসবে। আমান গ্রুপের আামন ফিড ইতিমধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। আর আমান কটন বুক বিল্ডিংয়ের মাধ্যমে বিএসইসির বিডিং অনুমোদন পেয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/মোদক.