সম্প্রতি আইপিওতে আসা ইভেন্সি টেক্সটাইল মিলস লিমিটেডের আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ ২৩ জুন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ার জমার কাজ সম্পন্ন হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২ জুন কোম্পানিটির আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১০টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এই ড্র অনুষ্ঠিত হয়।
এ কোম্পানির আইপিওতে ৩৩ গুণ আবেদন জমা পড়ে। শেয়ারবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে ইভেন্স টেক্সটাইল। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করার অনুমোদন পায়।
২০১৫ সালের ডিসেম্বরে শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৬২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৬২ পয়সা।
তালিকাভুক্তির পর এটি হবে শেয়ারবাজারে ইভেন্সি গ্রুপের দ্বিতীয় কোম্পানি। এর আগে ২০১৩ সালে একই গ্রুপের আর্গন ডেনিমস লিমিটেড দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।
স্টকমার্কেটবিডি.কম/এলকে