শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের আইসিবি’র পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৩ নভেম্বর, রোবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।
আর্থিক খাতের এ কোম্পানিটি ১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১ হাজার কোটি টাকা ও ৪২১ কোটি ৯০ লাখ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এলকে