শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।
এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬১ পয়সা। যা গত বছরে লোকসান ছিল ৪১ পয়সা।
আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি দায় হয়েছে ১৫.৭২ টাকা। যা গত বছরে দায় ছিল ১৫.১১ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২৫ এপ্রিল।
স্টকমার্কেটবিডি.কম/এমএম