১৯৯৬ সালের চিটাগং সিমেন্টের শেয়ার কেলেঙ্কারির মামলার বাদী পক্ষের স্বাক্ষীকে জেরা ও শুনানি অনুষ্ঠিত হয়ছে। রবিবার বিএসইসির স্পেশাল ট্রাইবু্নালে এ জেরা ও শুনানী অনিুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার (১৭ আগস্ট) মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে।
জেরা ও শুনানীতে বাদী পক্ষের স্বাক্ষীকে সহযোগিতা করেন বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা খান। অপরদিকে আসামি পক্ষে সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন স্বাক্ষীকে জেরা করেন। এসময় শারীরিক অসুস্থতার কারণে মামলার অভিযুক্ত আসামি মো. আবু তৈয়বের জামিন চাইলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনালের বিচার হুমায়ুন কবীর।
মামলার আসামিরা হলেন, এ এস শহীদুল হক বুলবুল, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি রকিবুর রহমান, আবু তৈয়ব এবং চিটাগাং সিমেন্ট ক্লিংকার গ্রীডিং কোম্পানি। স্বাক্ষ্য জেরা চলাকালে ট্রাইব্যুনালে আসামিরা উপস্থিত ছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/জেডকে/এম