স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
চলতি বছরে ডলারের দাম ও বিমান ভাড়া, বাসা ভাড়া এবং মোয়াল্লেম ফি বাড়ায় হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছিল। কিন্তু আগামী বছরে হজের প্যাকেজ মূল্য আরো বাড়তে পারে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ও সৌদি আরবের হারাম শরীফের নিকটবর্তী বিভিন্ন হোটেল ভেঙে ফেলায় এ বছর হোটেল ভাড়া নেওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে এবং অধিক পরিমাণ অর্থে হোটেল ভাড়া করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন কারণে এ বছর হজ প্যাকেজকে হৃসকৃত প্যাকেজ হিসেবে ধরা যায়। সেই বিবেচনায় একই ধারাবাহিকতায় বলা যায় যে, আগামী বছরগুলোতে হজ প্যাকেজের মূল্য আরো বৃদ্ধি পাবে। কারণ ভেঙে ফেলা বাড়ি/হোটেলসমূহ আবার গড়ে তুলতে আরো ২ থেকে ৩ বছর লাগবে।
সব কিছু বিবেচনায় এবারের হজ প্যাকেজে নিবন্ধন করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
স্টকমার্কেটবিডি.কম//