ব্রিটেনে গত পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে তৃতীয় দফা সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনের মাধ্যমে বহুল আলোচিত ব্রেক্সিটের ভাগ্য নির্ধারিত হবে। এর আগে, ২০১৭ সালের ৮ জুন এবং ২০১৫ সালের ৭ মে ভোটগ্রহণ হয়েছিল।
বৃহস্পতিবার ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের মোট ৬৫০টি নির্বাচনী কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর আজই গণনা শুরু হবে। আগামীকাল ভোরের দিকে বেশিরভাগ ফলাফল ঘোষণা করা হতে পারে। এ নির্বাচনের অধীনে মোট ৬৫০ জন সংসদ সদস্য নির্বাচন করা হবে।
এ ভোটে প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ দল সরকার গঠন করলে ব্রেক্সিট সম্পন্ন হবে আর লেবার দল ক্ষমতায় গেলে ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোট হতে পারে। তবে বেশিরভাগ মতামত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে- নির্বাচনে বরিস জনসনের দল জিতবে।
স্টকমার্কেটবিডি.কম/