সিকিউরিটিজ আইন না মেনে পরিচালকদের মার্জিন ঋণ দেওয়ায় আদিল সিকিউরিটিজ লিমিটেডকে জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, বুধবার বিএসইসির ৫৫৮তম কমিশন সভায় আইন লঙ্ঘন করার কারনে আদিল সিকিউরিটিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, আদিল সিকিউরিটিজ পরিদর্শনের পর তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিষ্ঠানটি পরিচালকদের ঋণ চুক্তি ছাড়াই মার্জিন ঋণ দিয়ে আইন ভঙ্গ করেছে।
স্টকমার্কেটবিডি.কম/বিএ