শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তি সংযোজন করবে। আগামী জুন মাসের মধ্যে নতুন প্রযুক্তি আমদানি করবে কোম্পানিটি। এর ফলে উৎপাদনক্ষমতা দ্বিগুণ বাড়বে বলে কোম্পানির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রযুক্তি সংযোজনের ফলে ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়া ৮০ শতাংশই আবার ব্যবহার সম্ভব হবে।
জানা গেছে, এই ফার্নেস প্রযুক্তির জন্য ব্যয় হবে প্রায় ৬২ লাখ টাকা। সাম্প্রতিক সময়ে কোম্পানির বছরে প্রায় এক হাজার ১৬০ মেট্রিক টন উৎপাদনক্ষমতা রয়েছে। আর নতুন প্রযুক্তি ব্যবহারে এই উৎপাদন এক হাজার ৮৮০ মেট্রিক টন পর্যন্ত বাড়বে।
স্টকমার্কেটবিডি.কম/এএআর