স্টকমার্কেটবিডি ডেস্ক :
আন্তর্জাতিক বাজারে আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম।
বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণ দুই হাজার ৯৫০ ডলারের ওপরে লেনদেন হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের হুমকিতে বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর ফলে স্বর্ণের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্বর্ণের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ছয় শতাংশ বেড়ে দুই হাজার ৯৫১ দশমিক ২৫ ডলারে দাঁড়ায়। আগের সেশনে দাম হয়েছিল দুই হাজার ৯৫৪ দশমিক ৬৯ ডলার। এ নিয়ে চলতি বছরে নবম বারের মতো স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছাল।
স্টকমার্কেটবিডি.কম///