ডিজেল বিক্রি করে বিপিসি এখনো প্রতি লিটারে ২-৩ টাকা লোকসান করছে বলে সংস্থাটির চেয়ারম্যান এ বি এম আজাদ জানিয়েছেন।
আজ মঙ্গলবার বিপিসিতে (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ সময় এক প্রশ্নের জবাবে বিপিসি চেয়ারম্যান বলেন, ‘ডিজেল বিক্রি করে এখনো ২-৩ টাকা লস করছে বিপিসি। তবে পেট্রোল অকটেন বিক্রি করে লাভে আছে।’ এ কারণে জ্বালানি তেলের দাম আপাতত কমানোর কোনো সম্ভাবনা নেই,’ যোগ করেন তিনি।
তিনি জানান, গত নভেম্বর মাসে বিপিসি জ্বালানি তেল বিক্রি করে মোট ৪৩ কোটি টাকা লোকসান করেছে। এর মধ্যে ডিজেল বিক্রিতে লোকসান হয়েছে ২৩৩ কোটি টাকা। ডিজেল ছাড়া অন্য তেল বিক্রি হয়ে লাভের অংশ এসেছে বলে জানান তিনি।
স্টকমার্কেটবিডি.কম/////