মঙ্গলবার প্রধানমন্ত্রী শিনজো আবের আশ্বাসের পর জাপানের শেয়ারবাজারে উল্লেখযোগ্য হারে সুচক বাড়লেও সে ধারা কিছুটা স্থিমিত হয়ে আসছে।
বৃহস্পতিবার সুচকের উর্দ্ধমুখি ভাব থাকলেও তা ছিল খুবই সামান্য। এদিন মাত্র ১২ পয়েন্ট যোগ হয়েছে শেয়ার বাজারে । মোট লেনদেনের পরিমানেও তেমন কোন বৃদ্ধি লক্ষ্য করা যায়নি।
গত ১৮ নভেম্বর রেকর্ড ৩৭০ পয়েন্ট বেড়েছিল নিকি সুচক। বৃহস্পতিবার দিনশেষে Nikkei Index মাত্র ১২.১১ (০.০৭%)পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭,৩০০.৮৬ পয়েন্টে। এর আগে বুধবার ১৭,২৮৮.৭৫ পয়েন্টে লেনদেন শেষ হয়।
বিশ্লেষকরা বলছেন, মন্দা কবলিত অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারের দেওয়া পদক্ষেপে বাজার কিছুটা চাঙ্গা হলেও এখনো স্বাভাবিক লেনদেনে ফিরতে পারেনি জাপানের শেয়ার বাজার।তবে আবারো বড় ধরনের পতনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে্ন না বাজার সংশ্লিষ্টরা ।
সূত্র-রয়টার্স
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর/সি