শেয়ারবাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে সদ্য অনুমোদন পাওয়া আমরা নেটওয়ার্কস লিমিটেডের বিডিংয়ের জন্য উপযুক্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিবন্ধনের সময় তালিকা প্রকাশ করেছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিডিং চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, এ সময়ের মধ্যে বিডিংয়ে অংশগ্রহনে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন শেষ করতে হবে। ৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটায় বিডিংয়ের সমস্ত কার্যক্রম শেষ হবে।
আর এ জন্য প্রতিটি বিডিংয়ের জন্য প্রতিষ্ঠানগুলোকে আগামীকাল সোমবারের মধ্যে ৫ হাজার টাকা পে-অর্ডার করতে বলা হয়েছে।
বিডিং চলাকালে অংশগ্রহণ কারীদের ২০ শতাংশ অর্থ জমা দিতে হবে বলে জানায় ডিএসই।
কোম্পানিটি শেয়ারবাজারে ৫৬ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হবে কাট অফ প্রাইসের মাধ্যমে।
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি বিএমআরই, ডাটা সেন্টার প্রতিষ্ঠা, সারা দেশে ওয়াই ফাই হট স্পট স্থাপন, ঋণ পরিশোধ এবং আইপিও আনুষাঙ্গিক খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সালের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ২ টাকা ৫২ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ২১ টাকা ৯৮ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে লংকাবাংলা ইনভেষ্টমেন্ট লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এম