শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের উৎপাদন ক্ষমতা বছরে ৪৩ হাজার ২০০ মেট্রিক টন বাড়বে। পাশাপাশি কোম্পানিটির টার্নওভার, পণ্য বিক্রির পরিমাণ ও নীট মুনাফা বাড়বে বলে জানিয়েছে কোম্পানিটি।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৫ টায় রাজধানীর উত্তরায় কোম্পানির কর্পোরেট অফিসে আয়োজিত এক বোর্ড সভায় এবিষয়ে সর্বসম্মতি প্রদান করেন কোম্পানির পরিচালনা পর্ষদ।
কোম্পানিটি জানায়, কারখানায় মেশিন বাড়ানোর ফলে কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়বে। এতে বর্তমানের চেয়ে প্রতি বছর পণ্য উৎপাদনের পরিমাণ আরো ৪৩ হাজার ২০০ মেট্রিক টন বাড়বে।
উৎপাদন বাড়ার সাথে সাথে আমান ফিডের পণ্য বিক্রির পরিমাণ প্রতিবছর প্রায় ১৮৩ কোটি টাকায় দাঁড়াবে। এতে কোম্পানিটির নীট মুনাফার পরিমাণ ১৪.৫০ কোটি টাকা হবে বলে মনে করছেন কোম্পানির পরিচালনা পর্ষদ।
স্টকমার্কেটবিডি.কম/