আমান ফিডের লেনদেন ১ সেপ্টেম্বর

aman-addস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত আমান ফিড মিল লিমিটেডের লেনদেন আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি এন ক্যাটাগরিতে লেনদেন হবে। ট্রেডিং কোড নির্ধারণ হয়েছে “AMANFEED”। ডিএসইতে কোম্পানিটির কোড নম্বর ৯৯৯৪১।

গত ২৪ আগষ্ট আমান ফিডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার আবেদনকারীদের বিও হিসাবে জমা দেয় সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

এর আগে গত ২৪ জুন এ কোম্পানির আইপিও শেয়ার বণ্টনে লটারি হয়। কোম্পানির আইপিওতে মোট ৯১০ কোটি ১৯ লাখ ২৩ হাজার ২০০ টাকার আবেদন জমা পড়েছিল, যা চাহিদার চেয়ে ১২ দশমিক ৬৪ গুণ বেশি।

চলতি বছরের এপ্রিলে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৬ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ৩৬ টাকায় ইস্যুর অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরই মধ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এফ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *