আমান ফিড- কৃষিবিদ ফিড চুক্তি সম্পাদন

aman-addস্টকমার্কেট ডেস্ক :

পণ্য সরবারহে কৃষিবিদ ফিড লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি আমান ফিড লিমিটেড। চুক্তি অনুযায়ী মুনাফা বাড়বে কোম্পানিটির।

বৃহস্পতিবার (১১ আগস্ট) কর্পোরেট অফিসে এ চুক্তি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, কৃষিবিদ ফিডকে কাঁচামাল সরবরাহ করবে আমান ফিড। আর এ থেকে প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৭০০ মেট্রিক টন উৎপাদিত ভাসমান মৎস খাদ্য সাপ্লাই করবে আমান ফিডকে। আর আমান ফিড এ খাদ্য সারাদেশে সরবারহ করবে। যার প্রভাবে কোম্পানিটির খাদ্য বিক্রি বেড়ে দাঁড়াবে ৮ হাজার ৪০০ মেট্রিক টনে বা প্রায় ৪০ কোটি ৩২ লাখ টাকায়।

যার পরিপ্রেক্ষিতে এ চুক্তির মেয়াদকালীন সময়ে আমান ফিডের মুনাফা বাড়বে প্রায় ৫ কোটি ২৪ লাখ টাকা। আর ১১ আগস্ট, ২০১৬ থেকে কার্যকর হওয়া এ চুক্তি আগামী এক বছর অর্থাৎ ১২ মাস পর্যন্ত বহাল থাকবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *