সর্বশেষ এনটিটি (সার্ভিল্যান্স) রেটিং অনুসারে আমান ফিড লিমিটেডের দীর্ঘ মেয়াদি ঋণমান ‘এ-২’। ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অনিরীক্ষিত তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্রাব)।
এদিকে প্রতিষ্ঠানটি ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের লভ্যাংশ ব্যাংক ও বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানিটি লভ্যাংশের বোনাস শেয়ার বিও হিসাবে ও নগদ লভ্যাংশের টাকা বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
গেল হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৮ পয়সা, আগের বছর বোনাস শেয়ার সমন্বয়ের পর যা ছিল ৩ টাকা ১৮ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এস