শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান আমান ফীড লিমিটেডের লেনদেন আগামীকাল বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির রেকর্ড ডেট ১১ নভেম্বর বুধবার। রেকর্ড ডেটের কারণে এই দিন শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর সোমবার থেকে ১০ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত এই কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট এবং ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
আমান ফীড লিমিটেড ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়াগকারিদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
স্টকমার্কেটবিডি.কম/বিএ