স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বাংলাদেশে পেট্রোনাস লুব্রিক্যান্টসের একমাত্র পরিবেশক ইউনাইটেড লুব অয়েল লিমিটেড এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশে মোটর সাইকেল দুর্ঘটনারহার বৃদ্ধি মোকাবিলায় ইউনাইটেড লুব অয়েল লিমিটেড এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড”পেট্রনাস স্প্রিন্টারাইড সেফ ক্যাম্পেইন”চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে এখন থেকে বাইকারদের দুর্ঘটনাজনীত বীমাকভারেজ প্রদান করা হবে। পেট্রোনাসস্প্রিন্টা লুব্রিক্যান্ট ক্রয়ের সময়ক্যান এর গায়েস্টিকার কোড রেজিস্ট্রেশন এর মাধ্যমে মোটর সাইকেল চালকরা বিশেষ ইন্স্যুরেন্স কভারেজ সুবিধা ভোগ করবেন।
গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে, ইউনাইটেড গ্রুপের কর্পোরেটসদর দপ্তরে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও উত্তম কুমার সাধু এবং ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের পক্ষে পরিচালক ও য়ায়েজ মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/এসবি