স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের একটি সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগ করবে নেবরাস পাওয়ার ইনভেষ্টমেন্ট ম্যানেজমেন্ট। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
সাবসিডিয়ারি কোম্পানি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ১১.৭৬ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। এক্ষেত্রে সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার দর অভিহিত মূল্য তথা ১০টাকা ধরা হয়েছে।
এই বিদ্যুৎ কেন্দ্রটিতে ৪টি ধাপে মোট ২,৪০,৬৮,৮০০ মার্কিন ডলার দিয়ে বিনিয়োগ করবে নেবরাস পাওয়ার।
এই বিদ্যুৎ কেন্দ্রটি নারায়নগঞ্জে মেঘনাঘাটে অবস্থিত ৫৮৪ মেগাওয়াটের চলমান প্রক্রিয়াধীন বিদ্যুৎকেন্দ্র।
এই বিদ্যুৎ কেন্দ্রটিতে বিনিয়োগ করেছে আর্থিক প্রতিষ্ঠান স্ট্রাটেজিক ফাইন্যান্স লিমিটেড ও জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্ট।
স্টকমার্কেটবিডি.কম/