স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার পিএলসি গত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।
এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪.৬২ টাকা। আর এবছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১২৬ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড প্লাটফর্মে আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।
স্টকমার্কেটবিডি.কম/এসবি