ইউরোপের শেয়ারবাজারে সূচকের পতন

euস্টকমার্কেট ডেস্ক :

মাঝে মাঝে সূচকের কিছুটা উন্নতি হলেও বার বার বড় ধরনের সূচক পতনের গ্রাস থেকে কিছুতেই বের হতে পারছে না ইউরোপের নামী দামী শেয়ারবাজারগুলো। এর ফলে বিনিয়োগকারিদের মধ্যেও সৃষ্টি হচ্ছে আস্থাহীনতা।

গতকাল বৃহস্পতিবারও সুচক পতনের এই ধারা অব্যহত ছিল। এদিন লন্ডন FTSE 100 Index   ১৭.৭০ (0.২৬ %)কমে দাঁড়িয়েছে ৬,৬৭৮.৯০ পয়েন্টে।  এছাড়া CAC 40 Index  ৩১.৯৮ (০.৭৫%) কমে ৪,২৩৪.২১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া TR EUROPE ইন্ডেক্স কমেছে ০.৪৬ শতাংশ কমেছে। তবে সামান্য হারে বেড়েছে জার্মান DAX Index।

ইউক্রেনের চলমান রাজনৈতিক অস্থিরতা, জ্বানালী খাতে অস্থিরতা, তেলের মুল্য হ্রাস, আর বৈশ্বিক মন্দার মত নানা সমস্যায় জর্জরিত ইউরোপের অর্থনীতি। যা থেকে রেহাই পাচ্ছে না ইউরোপের শেয়ার বাজার গুলো ।

সুত্ত্র- Financial Times

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *