বিনিয়োগকারীদের সুরক্ষায় গঠিত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে বিচারপতি মো. আবদুস সামাদকে চুড়ান্ত মনোনয়ন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির সম্প্রতি এক কমিশন সভায় চেয়ারম্যান পদে এক বছরের জন্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত এ বিচারপতিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।
এর আগে ডিএসইর পরিচালনা পর্ষদ চুড়ান্ত অনুমোদনের জন্য আবদুস সামাদসহ দুজনের নাম বিএসইসি’তে পাঠায়। ডিএসই ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডের ট্রাস্টি বোর্ডের বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
ছহুল হোসাইনের স্থলাভিষিক্ত হবেন বিচারপতি আবদুস সামাদ। আবদুস সামাদ ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
স্টকমার্কেটবিডি.কম/এমএ