শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের চলতি বছরেও দ্বিতীয় প্রান্তিকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের এ প্রান্তিকের (এপ্রিল১৬ থেকে জুন’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কেম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ পয়সা, যা দুই প্রান্তিক মিলিয়ে লোকসান দাড়িয়েছে ১৮ পয়সা।
গতবছরেও অর্ধ বার্ষিকীতে বড় ধরণের লোকসানে ছিল কোম্পানিটি। ২০১৫ সালে জানু-জুন পর্যন্ত শেয়ার প্রতি লোকসানের পরিমাণ ছিল ৩৪ পয়সা।
আর গত বছর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩৯ পয়সা। পরের প্রান্তিকে লোকসান করে কোম্পানিটি।
ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের দ্বিতিয় প্রান্তিকে শেয়ার প্রতি সম্পদের মূল্য এসেছে ১২.০৪ টাকা এবং যা আগের বছর ৩১ ডিসেম্বর ছিল ১২.২১ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এমএ