ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

intracoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য সদ্য আইপিও অনুমোদন পাওয়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ২০১৭-২০১৮ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ ২০১৮, এই তিন মাসে কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আর আইপিওর পরে শেয়ার প্রতি আয় হয়েছে ১৭ পয়সা।

এই সময় কোম্পানিটির মোট আয় হয়েছে ১ কোটি ৩১ লাখ ১০ হাজার টাকা।

৯ মাসে (জুলাই’২০১৭ – মার্চ’২০১৮) কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। আর আইপিওর পরে শেয়ার প্রতি আয় হয়েছে ৪৩ পয়সা।

এই সময় কোম্পানিটির মোট আয় হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা।

৩১ মার্চ ২০১৮ সাল পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৫৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *