ইফাদ অটোসের ২০৯% আয় বেড়েছে

ifadস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড পরিচালনা বোর্ডের সভায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। শনিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। আগের বছর একই সময়ে ছিল ৯৬ পয়সা। যা আগের বছরের তুলনায় ১.০৫ পয়সা বা ২০৯ শতাংশ বেশি।

একই বছরে প্রথম ৯ মাসে (জুলাই ১৬ – মার্চ ১৭) সর্বমোট ইপিএস দাঁড়িয়েছে ৫.০৫ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৩.৬১ টাকা। এই হিসাব অনুযায়ী গত বছরের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে ১.৪৪ টাকা।

এ বছরের ৯ মাসে কোম্পানিটির ন্যাভ দাঁড়িয়েছে ৩৬.৯৫ টাকা। যা গত বছর ৩০ জুন সময়ে ছিল ৩৩.৫৮ টাকা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋনাত্বক ৯.৯৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *