ঈদের আগে মসলার দাম বাড়ার কারণ নেই: ভোক্তা ডিজি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজামান বলেছেন, রাজশাহীতে ১০ টাকা হালি লেবু, যদি ঢাকার মানুষ যদি জানে, তাহলে ঢাকা থেকে সবাই রাজশাহী চলে আসবে। আমিও নিজেও রাজশাহীতে লেবু কিনেছি ১০ টাকা হালি।

রবিবার দুপুরে রাজশাহীর সাহেব বাজারে তদার‌কিমূলক অভিযান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ঈদের আগে মসলার দাম বাড়ানোর কোন কারণ নেই। কারণ এসব মসলা তিন মাস আগেই আমদানি করা হয়েছে। সমন্বিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করা হবে। এসময় অনুমতিবিহীন খোলা সেমাই বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানিদের ভেজাল পণ্য বিক্রির বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

সফিকুজামান বলেন, ঢাকার বাজারে যদি আমের দাম অনেক বেশি রাখা হয় তাহলে কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহীর আমের দাম নির্ধারণ করে দিলে তা ভোক্তা অধিকার সংরক্ষণ বাস্তবায়ন করবে। এসময় নিরপদ খাদ্য অধিদপ্তর বিএসটিআইয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *