স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের কিছুটা উত্থান দেখা গেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৭৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৯৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩৭ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮০৫ কোটি ৬৯ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৬টির, আর দর অপরিবর্তিত আছে ৫০টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- আনোয়ার গ্যালভানাইজিং, বেক্সিমকো লিমিটেড, শাইনপুকুর সিরামিকস, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, তিতাস গ্যাস, ফুয়াং ফুডস, সোনালী পেপার এন্ড বোর্ড ও সালভো কেমিক্যালস লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৭.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭২৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৪৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪০টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ২৮ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৩৮ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং ও সিটি ব্যাংক লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম//