স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বাংলাদেশকে দেওয়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়তে সম্মত হয়েছে চীন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে দেওয়া চীনের সব ধরনের ঋণের সুদ ২-৩ শতাংশ থেকে ১ শতাংশে কমানো, ঋণের অঙ্গীকার ফি পুরোপুরি বাদ দেওয়া ও ঋণ পরিশোধের সময়সীমা ২০ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করার জন্য অনুরোধ জানান।
এ সময় ঋণ শোধে বাংলাদেশের ভালো রেকর্ডের প্রশংসা করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ঋণ শোধের মেয়াদ বাড়ানোর নীতিতে সম্মত হন এবং সুদের হার হ্রাসের অনুরোধ দেখার আশ্বাস দেন।
এলডিসি গ্র্যাজুয়েশনের পর ৩ বছর ধরে চীনা বাজারে বাংলাদেশি পণ্যের ডিএফকিউএফ অ্যাক্সেস অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
স্টকমার্কেটবিডি.কম///