শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাকশিল্প খাতের এইচ.আর. টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বুধবার সিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণ নেই বলে এইচ.আর. টেক্সটাইল মিলস লিমিটেডের কর্তৃপক্ষ সিএসইকে জানিয়েছেন। যা সিএসইর’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর এইচ.আর.টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ছিল ২২.৪০ টাকা। গতকাল ৬ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার ২৭.৭০ টাকায় দাঁড়িয়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এইচ.আর. টেক্সটাইল মিলস লিমিটেডের দর সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই।
স্টকমার্কেটবিডি.কম/এমএ