একযোগে কাজ করবে ঢাকা চেম্বার এবং বাংলাদেশ দূতাবাস মেক্সিকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করবার লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস এক যোগে কাজ করবে। এই মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রেসিডেন্ট রিজওয়ান রহমান এবং মেক্সিকোতে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

২৭ জানুয়ারি অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তারা এই মতামত প্রকাশ করেন।

ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃক অয়োজিত উক্ত সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরমান হক, সাধারণ সচিব আফসারুল আরিফিন, নির্বাহী সচিব মোঃ জয়নাল আবেদিন এবং দূতাবাসের কাউন্সেলর শাহানাজ রানু উপস্থিত ছিলেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ দূতাবাসের মধ্যে অনুষ্ঠিত এই সভায় বাণিজ্যিক সহযোগিতার সম্ভাব্য নতুন খাত চিহ্নিতকরণসহ দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *