এক্সিম ও পদ্মা ব্যাংকের একীভূতকরণ ; ব্যাংক চলবে এক্সিম নামে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

একীভূতকরণ প্রক্রিয়া শুরু করতে এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার সকালে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যানরাও সেখানে ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, দেশের উন্নয়নে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।

তিনি বলেন, এক্সিম ব্যাংকে আমানতকারীদের অর্থ নিরাপদ থাকবে এবং একীভূত হওয়ার পর পদ্মা ব্যাংকের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হবেন না।

তিনি বলেন, ‘সরকার আমাদের দুর্বল ব্যাংক নেওয়ার প্রস্তাব দিয়েছিল এবং সে কারণেই এক্সিম ব্যাংক পদ্মা ব্যাংককে অধিগ্রহণ করে।’

একীভূত হওয়ার পর পদ্মা ব্যাংকের নাম থাকবে না বলে জানান নজরুল ইসলাম মজুমদার।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *