শেয়ারবাজারে ব্যাংকিং খাতের কোম্পানি এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
আগামী ১৪ জুলাই বেলা ১১টায় রাজধানীর রাওয়া কনভেনশন হলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
গত ২০১৫ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত ব্যাংকটির পরিচালনা পর্ষদ। সভার রেকর্ড ডেট ছিল ১৫ মে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরে এক্সিম ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ১ টাকা ৪৮ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৭৫ পয়সা। ২০১৪ হিসাব বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ব্যাংকটি।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ৬ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২১ পয়সা। ৩১ মার্চ ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৮৫ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এম