বোনাস শেয়ার ইস্যু করার মাধ্যমে শেয়ারবাজার থেকে ২ হাজার ৫০৮ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে মূলধন বাড়িয়েছে তালিকাভুক্ত ১২৬টি কোম্পানি। এই টাকা তুলতে কোম্পানিগুলোর ২৫০ কোটি ৮০ লাখ শেয়ার ইস্যু করতে হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০১৫ সালে শেয়ারবাজার থেকে বোনাস শেয়ার ইস্যু করার মাধ্যমে ১৪৬টি কোম্পানি ২ হাজার ৯৭৬ কোটি ৮০ লাখ টাকা উত্তোলন করে। এ জন্য কোম্পানিগুলোর ২৯৭ কোটি ৭০ লাখ শেয়ার ইস্যু করতে হয়। ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে বোনাস শেয়ার ইস্যু করার পরিমাণ কিছুটা কমেছে। গত বছরের তুলনায় এই হার কমেছে প্রায় ১৫.৭৫ শতাংশ।
২০১৬ সালে ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ব্যাংক খাতের ১৫টি, আর্থিক খাতের ৯টি, প্রকৌশল খাতের ১৬টি, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৭টি, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ৬টি, বস্ত্র খাতের ২১টি, ওষুধ ও রসায়ন খাতের ১৪টি, সেবা ও আবাসন খাতের ৪টি, তথ্যপ্রযুক্তি খাতের ৪টি, সিরামিক খাতের ১টি, বিমা খাতের ২৩টি এবং বিবিধ খাতের ৬টি কোম্পানি পুঁজিবাজার থেকে বোনাস শেয়ার ইস্যু করে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ