এনআরবিসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন আবু এসরার, খান আব্দুল মান্নান ও রাদ মজিব লালন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনআরবিসি ব্যাংক পিএলসি’তে স্বতন্ত্র পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য পুননিযুক্ত হলেন এয়ার চিফ মার্শাল (অব:) আবু এসরার, বীর মুক্তিযোদ্ধা ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান ও ড. রাদ মজিব লালন। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমদোন সাপেক্ষে তাঁরা পুননিযুক্ত হলেন। এর আগে ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ শেয়ারহোল্ডারগণ তাদেরকে স্বতন্ত্র পরিচালক নির্বাচিত করেন।

আবু এসরার বাংলাদেশ বিমান বাহিনীতে প্রায় ৪০ বছর কর্মরত ছিলেন এবং দেশের ১৪তম বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন (আইজিআর) হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি জেলা ও সেশন জজ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ড. রাদ মজিব লালন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত। তিনি মাল্টি ন্যাশনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের রিস্ক ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টে পারদর্শী।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *