শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) দ্বিগুণ বেড়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২১ পয়সা।
২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে দাঁড়িয়েছে ৮০ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৫৫ পয়সা।
২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড এনওসিএফপিএস হয়েছে ২.৪৩ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১.৫৭ টাকা।
২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ১৯.৫৬ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৬.৯৭ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.