এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিমকে সরিয়ে দেওয়া হলো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এনবিআরের কর্মকর্তা–কর্মচারীদের অনেকে তাঁর পদত্যাগ দাবি করে আসছিলেন। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁর চুক্তি বাতিল–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

চলতি বছরের জানুয়ারি মাসে আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ তৃতীয়বারের মতো আরও দুই বছর বাড়িয়েছিল সদ্য পদত্যাগী সরকার। একই সঙ্গে তিনি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে এনবিআরের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

এদিকে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের অপসারণের দাবিতে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে আজ সকাল থেকে লাগাতার কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এনবিআরের কয়েক শ কর্মচারী। একই সঙ্গে বৈষম্যবিরোধী রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীর ব্যানারে বিক্ষোভ চলে। তাঁরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে স্লোগান দেন।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *