শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ