এম এল ডায়িং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আইপিও লটারি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার এই আইপিও আবেদনের লটারী অনুষ্ঠিত হয়।
এদিন রমনার ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই লটারি অনুষ্ঠান শুরু হয়। সেখানে কোম্পানিটির পরিচালকবৃন্দসহ বিএসইসি, ডিএসই ও সিএসইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লটারি শেষ বিজয়ীদের নাম তালিকাকারে প্রকাশ করে কোম্পানিটি।
কোড নম্বরসহ এই তালিকা পেতে ক্লিক করুন…………………
ট্রেকহোল্ডার কোড/মার্চেন্ট ব্যাংক সিরিয়াল নং
সকল ইলিজিবল ইনভেষ্টর (প্রো-রাটা অ্যালটমেন্ট)
বিনিয়োগকারীরা আইপিও শেয়ারের জন্য গত ৮ থেকে ১৯ জুলাই পর্যন্ত আবেদন করেন।
এর আগে গত ১৪ মে কমিশনের ৬৪৪তম নিয়মিত সভায় এম এল ডায়িং লিমিটেডকে আইপিও অনুমোদন দেওয়া হয়।
শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।
উল্লেখ্য, এম এল ডায়িং লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩.৭১ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ২.৩৫ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/