স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এমকে ফুটওয়্যার পিএলসিকে ৫৫ কোটি টাকার বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) আগারগাঁয়ে অবস্থিত কমিশন ভবনে বিএসইসির ৯০২তম কমিশন সভায় এই বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এটি একটি আন-সিকিউর ও কূপন বেরিং বন্ড। বন্ডের অর্থ দিয়ে কোম্পানিটি ক্রেতাদের চাহিদা ও মূলধন হিসাবে ব্যবহার করবে।
এই বন্ডের কুপন হার ৮ থেকে ১০ শতাংশ। বন্ডের প্রতি লটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা করে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। আর এ্যারেঞ্জার হিসাবে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
এটি ৮ বছর মেয়াদী একটি অলটারনেভিভ ট্রেডিং বন্ড হিসাবে তালিকাভুক্তি হবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি