শেয়ারবাজারে তালিকাভিক্ত ও ট্রান্সকম গ্রুপের কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেড স্বল্প বিদ্যুতিক খরচে চলতে সক্ষম এলইডি বাল্ব তৈরি করতে যাচ্ছে। প্রকল্পটি অতি সত্বর চালু হবে বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নিজস্ব অর্থায়নে এলইডি বাল্ব উৎপাদন করবে বিডি ল্যাম্পস। প্রয়োজনে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ নিতে চায় কোম্পানিটি। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে ১.২০ কোটি টাকা খরচ হবে বলে জানায় তারা।
এই প্রকল্প বাস্তবায়ন হলে কোম্পানির উৎপাদন বাড়ার সাথে বাড়বে মুনাফা। এতে কোম্পানিটির মোট টার্ণওভার ৪ শতাংশ বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।
রাজধানীর সদর রোড়ে অবস্থিত নিজস্ব কারখানায় এ এলইডি প্রকল্পটি তৈরি করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের এপ্রিল মাস নাগাদ এই এলইডি বাল্ব উৎপাদন করতে চায় বিডি ল্যাম্পস।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে