স্টকমার্কেটবিডি ডেস্ক :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য একদিকে ধাক্কা খাচ্ছে পণ্য সরবরাহ, অন্যদিকে বাড়ছে দ্রব্যমূল্য। সেই সঙ্গে দেশে দেশে চলছে আর্থিক সংকট। এই ত্রিমুখী সংকটে চলতি বছর এশিয়া মহাদেশের আর্থিক বৃদ্ধির গতি শ্লথ হতে পারে বলে সতর্ক করল বিশ্বব্যাংক।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, এ বছর এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রবৃদ্ধির পূর্বাভাস ৫ শতাংশে নামিয়েছে তারা। এর আগে যা ৫ দশমিক ৪ শতাংশ হবে বলে জানানো হয়েছিল। তারা বলেছে, পরিস্থিতি আরও খারাপ হলে এশিয়ার প্রবৃদ্ধির হার ৪ শতাংশেও নামতে পারে।
এই যুদ্ধ যে সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে, তা এর আগেই জানিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টা ও মূল্যায়ন সংস্থা। যেসব দেশ প্রয়োজনীয় জ্বালানির বড় অংশ বিদেশ থেকে কেনে, তাদের জন্য পরিস্থিতি আরও শোচনীয় হতে পারে, এই হুঁশিয়ারিও দিয়েছিল একাংশ।
বিশ্বব্যাংকের ধারণা, মহামারিতে এশিয়ার যে ৮০ লাখ পরিবার আবার দারিদ্র্যসীমার নিচে নেমেছে, মূল্যস্ফীতির কারণে তাদের জীবনযাপন আরও কষ্টকর হবে। ধাক্কা খাবে ব্যবসা-বাণিজ্য।
স্টকমার্কেটবিডি.কম/