শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা আর্থিক খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক ইস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ ১০ শতাংশ লভ্যাংশ শেয়ার বিনিয়োগকারীদের ডিভিডেন্ট ওয়ারেন্টস সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা-১২১২, মধ্যবাড্ডার গুলশান বাড্ডা লিংকরোড, টিএ-৯৯ (৬ষ্ঠ তলা) হোমস্টিড গুলশান লিংক টাওয়ার কোম্পানির প্রধান কার্যালয় থেকে আগামী ২৭ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সংগ্রহ করার আহবান জানানো হয়েছে।
৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে এশিয়া প্যাসিফিক ইস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১০ জুলাই অনুষ্ঠিত হয়েছে । কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ৫ মে।
স্টকমার্কেটবিডি.কম/মোদক.