শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি এসিআই ফর্মূলেশন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৫৮ পয়সা। এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় (এনএভি) হয়েছে ৫২.৩৪ টাকা। চলতি বছরে ৩০ জুন যা ছিল ৫০.৫০ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এসএম