স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে। এই ঘোষিত লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ বোনাস লভ্যাংশটিকে বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর পরিবর্তে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে বলে জানায় কোম্পানি।
বিএসইসির নির্দেশনা মেনেই পূর্বের ঘোষিত ১০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশের পরিবর্তে ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ জুন ২০২২ সালের লভ্যাংশ ঘোষণা করে।
আগামীকাল ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের নিকট হতে এই নতুন ঘোষিত লভ্যাংশটির অনুমোদন নিবে কোম্পানিটির।
এই বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছিল গত ৪ ডিসেম্বর।
স্টকমার্কেটবিডি.কম/এম